
অপরাধ কর্মকাণ্ডে জড়িত কোন পুলিশ সদস্যকেও ছাড় দেয়া হবেনা : আইজিপি
টাঙ্গাইল সংবাদদাতা: স্বাধীনতা বিরোধী, জঙ্গী ও সন্ত্রাসীদের জন্য পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে ঘোষণা দিয়ে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিপিএম-পিপিএম বলেছেন, ঔপনিবেশিক আমলের পুলিশ ব্যবস্থা এখন আর নেই, অপরাধ কর্মকাণ্ডে জড়িত কোন পুলিশ সদস্যও ছাড় পাবে না।
তিনি বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আাসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ মামলার পৃষ্ঠপোষকদেরও ছাড় দেয়া হবেনা। তিনি সোমবার(৩১ জুলাই) দুপুরের পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাতে জনগন-পুলিশ সেতু