
বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জীর একমাত্র মেয়ের বয়স সবে ১২। এই বয়সেই বাবা হারানোর বেদনা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। বুক ফাটা কান্না চেপে শক্ত মনে পরিস্থিতিকে মানিয়ে নেয়ার চেষ্টা করছে ছোট্ট মেয়েটি। এই বয়সেই মাকে আগলে রাখছে সে।
অভিষেকের মেয়ের নাম সাইনা। মিষ্টি মুখের ছটফটে মেয়েটি একদম নিশ্চুপ হয়ে গেছে। মনে হবে, কয়েকদিনেই আচমকা বড় হয়ে গেছে সে! জীবদ্দশায় মেয়েকে সারাক্ষণ বুকে আগলে রাখতেন অভিষেক। মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রী সংযুক্তাকে মেয়ের কথাই জিজ্ঞাসা করেছিলেন।
গত রোববার (৩ এপ্রিল) অভিষেকের শ্রাদ্ধের দিন অভিনেতাকে শ্রদ্ধা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন। প্রিন্স আনওয়ার শাহ রোডের বহুতলের কমিউনিটি হলে যেখানে অভিষেক বহুবার মেয়ের জন্মদিনের আয়োজন করতেন সেখানেই তাকে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছিলো। সেখানে ঢুকার দরজাতেই রাখা হয়েছিলো অভিষেকের কেরিয়ারের প্রথম দিকের একটা ছবি, আর ভিতরে রজনীগন্ধার মালায় সাজানো প্রয়াত অভিনেতার অসংখ্য ছবি।
অভিষেককে শ্রদ্ধা জানাতে আসা লোকদের কেউই সাইনাকে বাবার স্মৃতি মনে করিয়ে দিতে চাননি। তবে বাবাকে হারানোর শোক কি এত সহজে কাটে? বাবার স্বপ্নের কথাও ভুলে যায়নি সাইনা।
সংবাদমাধ্যমকে অভিষেককন্যা জানিয়েছে, আমি অভিনেত্রী হতে চাই। কিন্তু এখনও আমার কাছে তেমন কোনো সুযোগ আসেনি।
মেয়ে অভিনেত্রী হোক এমনটাই চাইতেন অভিষেক। এ প্রসঙ্গে প্রয়াত অভিনেতা স্ত্রী সংযুক্তার ভাষ্য, ‘সাইনার ইচ্ছা অভিনেত্রী হওয়ার। ওর বাবাও সেটাই চাইত। ছোট থেকেই সাইনার অভিনয়ের প্রতি বিশেষ ঝোঁক। ও নিজে যা চাইবে সেটাই হোক, মা হিসাবে এটুকুই চাই।’
সূত্র: হিন্দুস্তান টাইমস