
আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে: এমপি আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি আগামী জাতীয় নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন। এমপি বলেন যথা সময়ে সকল দলের অংশ গ্রহণের মাধ্যমে দেশে সুষ্ঠ নির্বাচন হবে। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের ধারা অক্ষুন্ন রাখতে এবং সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল নিশ্চিত করতে আ’লীগকে বিজয়ী হতে হবে। তিনি গত (২৩ এপ্রিল) রোববার রাতে টাঙ্গাইলের ধনবাড়ী কলেজ মিলনায়তনে আ‘লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্যেশে এ কথা বলেন।
উপজেলা আ’লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, পৌর মেয়র খ. মঞ্জুরুল ইসলাম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম বেলাল, শাখাওয়াত হেসেন, মাহমুদা খাতুন প্রমূখ।