

নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা : আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরেই খুলে দেওয়া হবে বিমানবন্দর থেকে ফার্মগেট এক্সপ্রেসওয়ে। ফলে রাজধানীর বিমানবন্দর ও ফার্মগেট অংশের যাতায়াতকারীদের ভোগান্তির দিন শেষ হচ্ছে।
আজ (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর খুলে দেওয়া হবে দেশের এ প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ১০ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট পৌঁছাতে পারবেন যাত্রীরা। এর মাধ্যমে এ পথের যানজট ৩০ থেকে ৪০ শতাংশ কমবে।
তথ্য সূত্রে জানা যায়, যানজট নিরসনে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দরের কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত পুরো এ প্রকল্পের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্তকে যুক্ত করা ২৭ কিলোমিটার দীর্ঘ ৩৩টি র্যাম্পসহ যার মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।
২০২৪ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনায় এখনই খুলে দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত। যে অংশে ১৫টি র্যাম্পের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে গাড়ি উঠতে কিংবা নামতে পারবে। যদিও প্রথমদিকে খুলবে ১৩টি র্যাম্প। যেগুলোর প্রত্যেকটির সামনে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টোল প্লাজা থাকবে। সেখানে নির্ধারিত টাকা দিয়ে প্রত্যেকটি গাড়িকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে হবে।