
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বদলে যাওয়া বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। আর ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশ আইসিসির দ্বিতীয় বৃহত্তম আসরের ফাইনাল খেলার গৌরব অর্জন করবে।
টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধসে শতাধিক লোকের হতাহতদের স্মরণে এই ম্যাচে কালো ব্যাজ পরে খেলতে নামবেন মাশরাফিরা। অধিকাংশ ক্রিকেটার ইতোমধ্যে পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে টাইগার দলনেতা মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।’
তিনি আরো লেখেন, ‘উদ্ধার কাজে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
তবে গ্রুপপর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, সেটা দেখে সতর্ক ভারত। কিন্তু কাঙ্ক্ষিত জয় পেতে হলে এই ম্যাচে টাইগার বোলারদের জ্বলে উঠতে হবে। অতীতেও দেখা গেছে, ভারতের বিপক্ষে যেসব ম্যাচ বাংলোদেশ জিতেছে অথবা জয়ের কাছাকাছি গেছে, তাতে বেশিরভাগ অবদান বোলারদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ চার পেসার নিয়ে খেলেছিল। ভারতের বিপক্ষেও বোলিং আক্রমণ তেমনটিই থাকার সম্ভাবনা। আবহাওয়ার কারণে হেরফের দলে জায়গা পেতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া ফর্মহীনতায় ভুগতে থাকা সৌম্য সরকারের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়ে যেতে পারেন ইমরুল কায়েস।
ক্রিকইনফো জানাচ্ছে, দ্বিতীয় সেমিফাইনালের পিচে সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচ হয়নি। সেক্ষেত্রে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। আর আবহাওয়া কোনো ধরনের জামেলা করবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। বিশ্বকাপের পর থেকে ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। দুটি দলই ১১ করে ম্যাচ জিতেছে। তবে এই সময়ে ভারত ১৩ আর বাংলাদেশ ১০ ম্যাচে হেরেছে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘বাংলাদেশ সত্যিকার অর্থেই তাদের ক্রিকেটে দারুণ উন্নতি করেছে। বেশ কয়েকজন আছেন, যারা দায়িত্ব নিয়ে খেলছেন। তাদের সেমিফাইনালে ওঠা বিস্ময়কর কিছু নয়। নিজেদের দিনে বাংলাদেশ ভয়ঙ্কর, সেটি সবারই জানা।’ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনেতা মাশরাফি মুর্তজা বলেন, ‘আমরা জানি, নিজেদের দিনে আমরা যে কোনো কিছুই করতে পারি।’