
আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার জননেত্রী শেখ হাসিনা : আব্দুল লতিফ বিশ্বাস
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সংক্ষম হয়েছে। বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে আওয়ামীলীগ ব্যতিত বিকল্প কোন দল নেই। তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তা দেখে বিএনপি-জামায়াত লালিত জঙ্গী তৎপড়তা চালিয়ে দেশকে অন্য দিকে ধাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই চক্রান্ত বাংলার জনগণ কখনও মেনে নেবে না। তিনি শনিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।
দৌলতপুুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ,কে,এম ইউসুফজী খান, সহ-সভাপতি ও বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, দপ্তর সম্পাদক আলহাজ আব্দুল মালেক তালুকদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মহাদেব সাহা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ গাজী নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা পিয়ার হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।