
আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান গ্রেফতার
জাগ্রতবাংলা ২৪ ডটকম, ঢাকা: আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি বিভাগের প্রধান মো. আশফাকুর রহমান অয়ন আরিফ ওরফে অনিককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আশফাকুরকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।