
আমাদের রয়েছে পাট-চা-চামরা-আর মাছ এই ৪ সম্পদ: শিল্পমন্ত্রী
খাইরুল ইসলাম, ঝালকাঠি: বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, পৃথিবীর অনেক দেশ আছে যাদের একটি মাত্র সম্পদ। কিন্তু আমাদের রয়েছে পাট, চা, চামরা আর মাছ- এই ৪ সম্পদ।
মন্ত্রী আরো বলেন, এক সময় কৈ, শিং আর মাগুর ছিল রোগীর পথ্য। চিকিৎসকরাও এ মাছগুলো খেতে রোগীর ব্যবস্থাপত্রে লিখতেন। সেই অবস্থা ফিরিয়ে আনতে মন্ত্রী বেদখল হওয়া পুকুর জলাশয় দখলমুক্ত করে সেখানে দেশিয় মাছ চাষের পরামর্শ নির্দেশ দেন। ব্যক্তিগত পর্যায়ের পুকুর বা জলাশয় খননেও সরকারি ভাবে আর্থিক সহায়তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতিয় মৎস সপ্তাহের আলোচনা সভা ও সফল মৎস চাষীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী। পরে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
মন্ত্রী এর পূর্বে শিল্পকলা মিলনায়তনে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় মন্ত্রী আমু রোগ বালাই নিয়ন্ত্রন ও পুষ্টি চাহিদা পুরনের জন্য ফলজ ও বনজ গাছ রোপনের জন্য আহবান করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, চেম্বার সভাপতি মাহবুব হোসেন, জেলা মৎস কর্মকর্তা প্রতীষ কুমার মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মবকর্তা আ ন ম মুশফিকুস সালেহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।