
আশুলিয়ায় ২ ‘জঙ্গির’ আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে দুই জঙ্গি র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। আজ রোববার সকালে ফের অভিযান শুরু হওয়ার পর ওই জঙ্গি আস্তানা থেকে প্রথমে সাদা পাঞ্জাবি পরা একজন দুই হাত উঠিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর কিছুক্ষণ পর কালো শার্ট পরা আরেকজনও একইভাবে আত্মসমর্পণ করে।
র্যাব ধারণা করছে, ওই বাড়িতে আরও কয়েকজন জঙ্গি অবস্থান করছে। সামগ্রিকভাবে সব জঙ্গিকে আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ১টার পর ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এরপর র্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
দুপুর ১২টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সেখান থেকে দুই ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। বাড়ির ভেতরে আরও দুই ‘জঙ্গি’ আছেন।
সকালের দিকে মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। ঘিরে রাখা বাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করলে র্যাবও পাল্টা গুলি ছুড়ে।
তিনি বলেন, লোকেশন অনুযায়ী র্যাব ওইসব এলাকা ঘিরে রেখেছে। তাদেরকে আত্মসমর্পণ করানোর প্রক্রিয়া চলছে। আমরা এখন অপেক্ষা করছি তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় কিনা।
র্যাবের এই পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি (বাড়ির মালিক) জানিয়েছেন, পোশাকশ্রমিক পরিচয় দিয়ে আজাদ নামে এক ব্যক্তি মাস দু’য়েক আগে বাড়িটি ভাড়া নিয়েছিল।