
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের ৯ নাগরিককে যুদ্ধকবলিত ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। দেশটির ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ভারতীয় নাগরিকদের উদ্ধারের সময় ওই বাংলাদেশি নাগরিকদেরও উদ্ধার করা হয়।
ওই বাংলাদেশিদের উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার সকালে ভারতের বার্তা সংস্থা এএনআই সরকারি সূত্রের বরাত দিয়ে তাদের টুইটে এসব তথ্য জানায়।
দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে নিজের দেশে নাগরিকদের পাশাপাশি ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল ও তিউনিসিয়ার নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
এরপর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।