
মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : আগামীকাল ঈদ। ঈদ যাত্রার শেষ দিনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের অনেক চাপ রয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন।
শুক্রবার (৮ জুলাই) রাত ৮টা থেকে যানবাহনের চাপে শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত থেকে কয়েক দফায় প্রায় ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে গাড়ির চাপ আরো বেড়ে যায়। যানজটে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ।
উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহন, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংকরোড দিয়ে চলাচল করছে। এদিকে ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কেও্র গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা হয়।
সিরাজগঞ্জগামী পিকআপের এক যাত্রী সোনা মিয়া বলেন, গেলো কাইল মনে করছিলাম, আইজকা হয়তো জ্যাম থাকবো, কিন্তু আইজকা রাস্তায় গাড়ী ও যানজট আরো বেশি। গাড়ী না পেয়ে পিকআপে উঠলাম তাও ডাবল ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের বাসচালক রবিউল বলেন, টাঙ্গাইল বাইপাস থেকে সল্লা পর্যন্ত আসতে সময় লেগেছে ৪ ঘন্টা।
বঙ্গবন্ধু-সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি পাস করতে না পারায় রাত ৮টা থেকে দফায় দফায় প্রায় ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে বঙ্গবন্ধু-সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কে পুলিশ কাজ করছে। আশাকরি অতিদ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।