
ঈদের পোষাক পেয়ে খুশি প্রতিবন্ধী শিশুরা
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ওরা প্রতিবন্ধী ও অনাথ ১৫ শিশু। ঈদের আনন্দ যাদের ভাবনাই আসে না। নিজের ইচ্ছে মত পোষাক ক্রয় করা তাদের কল্পনাতেই নেই। কিন্তু তাদের এই অবাস্তব বিষয়ই বাস্তবে পরিনত করলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। প্রতিবন্ধী ও অনাথ ১৫ শিশু গত মঙ্গলবার ঘাটাইল উপজেলা সদরের মার্কেট ঘুরে ক্রয় করলেন তাদের পছন্দের পোষাক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কিনে দেওয়া হয় পছন্দের ঈদ পোষাক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা প্রতিবন্ধী ও অনাথ শিশুদের সাথে ঘাটাইলের মার্কেট ঘুরে প্রতিবন্ধী শিশুদের নিজেদের পছন্দমত পোশাক ক্রয় করে দেন। তাদের পছন্দমত পোষাক ও বিভিন্ন সামগ্রি কিনতে পেরে দারুন খুশি এসব শিশুরা।
ঈদের নতুন পোষাক পাওয়া প্রতিবন্ধী ও অনাথ শিশুরা হলেন, তানিয়া (৭), বিজয় হোসেন (৯), জাহানারা (১১), থ্যালাবেনিয়া রোগী মোরশেদা (১২) প্রতিবন্ধী শিশু তাসলিমা ( ৮), ফারুক (৭), কবির (৮), কনিক (৯), নাহিম (১০), রহিম বাদশা (৯), সুমা (৭), নিশি (৮), তামিম (৮), তানিয়া (৯) ও তৃতীয় শ্রেণীর শিশু ফারুক মিয়া (৮)।
এদিকে ঈদের আনন্দ ভাগ করে নিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্য্যালয়ে জন দুস্থ ব্যাক্তির মাঝে সেমাই, চিনি, দুধ সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, প্রতিবন্ধী, অনাথ শিশু ও দুস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতইে আমার এ ক্ষুদ্র আয়োজন। এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ইউপি চেয়ারম্যান গন, গণমাধ্যম কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।