
ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদের ছুটিতে বাড়ি ফেরা পথে সড়ক দুর্ঘটনায় সাথী আফরোজ (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের সুবর্নসাড়া তেল পাম্প এলাকায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সাথী খাতুন নীলফামারী জেলার বড় খোলার আরাদি গ্রামের মমিমুজ্জামানের স্ত্রী। নিহত সাথীর স্বামী বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসাবে কর্মরত ছিলেন। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটি মুমিমুজ্জামান সপরিবারে গ্রামের বাড়ি নীলফামারী যাওয়ার জন্য সিএনজি যোগে সিরাজগঞ্জের কড্ডা যাচ্ছিলেন। সিএনজিটি উপজেলার সুবর্ণসাড়া তেল পাম্প এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনা স্থলে সাথী আফরোজ (২৭) নামে এক নারী সংগে সংগেই মৃত্যু বরণ করে। এ সময় তার মেয়ে ইসরাত জাহান বিথি (১২) ও সিএনজি চালক হাসমত আলী (৩০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই পরিবারের লোকজন নিহত সাথীর মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়।