
উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত এলেঙ্গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (১১ জুন)বিকালে এলেঙ্গাতে টাঙ্গাইলের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উ্দ্দিন। এসময় বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তার ধারে অস্থায়ী সিএনজি ও গাড়ী পার্কিং সরানো সহ নিষেধাক্কা দেয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বারেক,এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সাধারণ দুলাল হোসেন প্রমুখ।