
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগকে পুন:রায় ক্ষমতায় আনতে হবে : তারানা হালিম
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার (২ জুন) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলাদের মাঝে ঈদের শাড়ি বিতরণ কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলার অসহায় গরীব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তারা সুখে থাকে । তাই আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম শিবলীসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।