
উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ভোট দিতে হবে : ড. মো. আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল সংবাদদাতা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে। তা না হলে দেশে আবারো অশান্তি অরাজকতা চলে আসবে। তিনি বলেন শেখ হাসিনা গ্রাম ও গ্রামের মানুষের উন্নতি করতে চায়। কেনানা গ্রাম ও গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।
তিনি বুধবার (৫ জুলাই) ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে উপজেলার গরীব ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ এবং সংসদ সদস্যের নিজস্ব তহবীল থেকে অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা আ‘লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমূখ।