
উল্লাপাড়ায় অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর সীমাবাড়ি এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই অলিপুর গ্রামের মাওলানা ওসমান গণি তালুকদারের স্ত্রী।
প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ফাতেমা তার নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর রাতে হঠাৎ করে ফাতেমার ঘরে আগুন লাগে।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুন বাড়ীর চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরের ভিতরে আটকে পড়া ওই গৃহবধুর মৃত্যু হয়।