
উল্লাপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবাসায়ী গ্রেফতার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে ২শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিরা সরকার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার বেতকান্দি গ্রামের জয়নাল আবেদীন বাবলুর ছেলে।
উল্লপাড়া থানার দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, র্যাব সদস্যরা বুধবার সকালে হিরা সরকারকে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে দুপুরে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।