
উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ীসহ আটক ৩
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবা ও ৩৪ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার শিবপুর বটতলা এলাকা, সলপ রেল স্টেশন ও দুর্গানগর ইউনিয়নের জংলিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌর এলাকার শিবপুর গ্রামের মৃত পলাশ সেখের ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৮), দুর্গানগর ইউনিয়নের জংলিপুর গ্রামের মৃত আজাহার আলী মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন (৫০) ও পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত রমজান আলী সরকারের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল হক (৫২)।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এস.আই) মোকলেস রহমান জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শিবপুর গ্রামের বটতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এছাড়া বুধবার সন্ধ্যায় সলপ রেল স্টেশন এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল হককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এস.আই) পবিত্র কুমার জানান, বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের জংলিপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৪ পুড়িয়া গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।