
উল্লাপাড়ায় বাসচাপায় নিহত ১, আহত ৩
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় লাইলী বেগম (৫০) নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম (৫০) উল্লাপাড়া পৌর এলাকার শ্রীফলগাঁতি গ্রামের ইসা সরকারের স্ত্রী।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজি ঘাটিনা থেকে উল্লাপাড়া পৌর শহরে আসার পথে নবগ্রাম এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস অটোরিক্সাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজির চালক সহ ৪ যাত্রী গুরুতর আহত হয়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় কাওয়াক হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাইলী বেগমের মৃত্যু হয়। হাসপাতাল থেকে নিহত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।