
উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা জারি
অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার একটি ব্যাংক, একটি সামরিক সংস্থাসহ চারটি প্রতিষ্ঠান ও ১৪ জন ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার কোরিও ব্যাংক, দেশটির সেনাবাহিনীর সংস্থা স্ট্র্যাটেজিক রকেট ফোর্স এবং ১৪ ব্যক্তি ওই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ওই ব্যক্তিদের মধ্যে চো ইল ইউর নামও রয়েছে। ধারণা করা হয়, তিনি দেশটির বৈদেশিক গোয়েন্দা কর্মকাণ্ডের প্রধান।
শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। গত পাঁচ সপ্তাহ ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পর দেশ দুটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়। পরে তারা নিরাপত্তা পরিষদের অপর ১৩ সদস্যের কাছে সে প্রস্তাব পেশ করে।
এ নিষেধাজ্ঞা জারির ফলে ওই ব্যক্তি ও সংস্থাগুলোর সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এমন নিষেধাজ্ঞা এর আগেও একাধিকবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে জারি করা হয়েছে। তবে এর ফলে যে কোম্পানিগুলো সামনে থেকে উত্তর কোরিয়ার পক্ষে অর্থনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, সেগুলোর কয়েকটিও নিষেধাজ্ঞার আওতায় আসলো।
এ নিষেধাজ্ঞার আরেকটি বিশেষ দিক হলো – জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথম চীন ও যুক্তরাষ্ট্র কোনও নিষেধাজ্ঞার বিষয়ে একমত পোষণ করেছে।
রাশিয়া এ নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সমর্থনের অভিযোগে দুটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছিলেন, মার্কিন সিদ্ধান্তে তারা ‘বিভ্রান্ত’ হয়েছেন।