
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে একই বিভাগে ভর্তি হয়েছেন মেধাবী জমজ দুই বোন। টাঙ্গাইল সদর উপজেলার আকুরটাকুর পাড়ায় বেড়ে ওঠা জমজ দুই বোন ইসরাত জাহান ও নুসরাত জাহান অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছেন।
বাবা এনামুল হক তালুকদার একজন ঠিকাদার, মা আফরিনা আফরিনা গৃহিনী। ২০০২ সালের ২১ জুলাই তাদের ঘরে জন্ম নেয় জমজ সন্তান।
স্কুল জীবনে দুই বোনই টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবারের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়ে ৪৩ ও ৪২.৫ পেয়ে তারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। চেহারা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ফলাফলেও এত মিলের কারণে তাদের দুই বোন সবার নজর কেড়েছেন।
ইসরাত জাহান প্রিয় জানান, দুই বোনের একসাথে এক জায়গায় পড়ার সুযোগ হয়েছে। এতে আমরা ও আমাদের বাবা-মা অত্যন্ত খুশি হয়েছেন। নুসরাত জাহান স্বপ্ন জানান, আমাদের দুই বোনের একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে চান্স পাওয়ায় আমরা ভীষণ খুশি। বিষয়টি আমাদের কাছেও অবিশ্বাস্য মনে হয়।
জমজ মেয়ের মা আফরিনা জানান, আমার জমজ দুই মেয়ে স্কুল, কলেজে পড়ার পর এবার একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে চান্স পাওয়ায় আমরা আনন্দিত। ওদের জন্য সবাই দোয়া করবেন।