
এনায়েতপুরে অটোরিক্সা চাপায় বৃদ্ধার মৃত্যু
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় রূপসী বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা চাপায় রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এনায়েতপুর-শাহজাদপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে রূপসী গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে এনায়েতপুর থানায় অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রূপসী বাজার এলাকায় হচ্ছিলেন বৃদ্ধ রিয়াজ উদ্দিন। এ সময় একটি অটোরিক্সা চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও চালকসহ অটোরিক্সাটি আট করে।