
এনায়েতপুরে পুলিশের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙ্গাবাড়িতে পারিবারিক কলহের জের ধরে পুলিশ সদস্য কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত চুমকি রানী ভৌমিক (২৬) বেলকুচি উপজেলার খাস সোনামুখী গ্রামের ব্যবসায়ী বাদল কুমার ভৌমিকের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পুলিশ সদস্য নীরোধ কুমার সরকার পলাতক রয়েছে।
নিহতের বাবা বাদল ভৌমিক জানান, গত ৪ বছর আগে ভাঙ্গাবাড়ি গ্রামের নীলমনি সরকারের ছেলে পুলিশ সদস্য নিরোধ চাকুরী নেবার সময় মেয়েকে বিয়ে দেবার প্রতিশ্রুতিতে ১০ লাখ টাকা দিয়ে সহায়তা করে। চাকুরীর পর তাকে বিয়ে করতে তালবাহানা শুরু করে নীরোধ। এরপর স্থানীয়দের সহায়তায় অতিরিক্ত কয়েক লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেয়া হয়। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবাারিক দ্বন্ধ চলে আসছিল। রবিবার বিকেলে ঐপুলিশ সদস্য বাড়িত অবস্থানকালে তাদের মধ্যে বাকবিতন্ডা তৈরীর এক পর্যায়ে চুমকিকে শ্বাসরোধে হত্যার পর নিরোধ পালিয় যায়। খবর পয় ঐ দিন গভীর রাতে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযাগ করে বাদল ভৌমিক দোষীর শাস্তি দাবী করেন।
এ বিষয়ে এনায়তপুর থানার অফিসার এনচার্জ (ওসি) রাশদুল ইসলাম বিশ্বাস জানান, গত ৩ বছর আগে নিরোধ পুলিশের চাকরী হয়েছে। বর্তমান চট্টগ্রামে চাকুরী করছে। ৮মাস আগে চুমকির সাথে বিয়ে হয়। গতকাল রবিবারই সে ছুটিতে বাড়িতে আসে। হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হছে। এ ব্যাপার মামলা হয়েছে।