
এনায়েতপুরে ১০ টাকা কেজির ১২ বস্তা চাল উদ্ধার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর গোপালপুর এলাকা থেকে শুক্রবার ১০ টাকা কেজির ফেয়ার প্রাইসের ১২ বস্তা চাল আটক করেছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান জানান, ওই চালগুলো বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিলো। ভ্যানগুলো এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় পৌঁছলে স্থানীয়রা টের পেয়ে আটক করেন। এ সময় ভ্যান চালকরা পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক চালগুলো মাদ্রাসার এতিমখানা ও মন্দিরে বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।