
এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক: ওবায়দুল
অনলাইন ডেস্ক: এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। পথে ভোগান্তি কম হওয়ায় মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে। এসময় সেতুমন্ত্রী রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকরা সেতুমন্ত্রীকে প্রশ্ন করেন পরিদর্শন ও সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরও বাড়ে কি না? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।
প্রায় সব রুটেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এর মধ্যে ভোরে রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, যারা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।
এ দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। এদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। পরিবারগুলো পথে বসে যাবে। এজন্য আমি ড্রাইভারদের আরও সতর্কভাবে গাড়ি চালানোর জন্য বলব। আর যাত্রীদের উদ্দেশ্যে বলব, জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ঈদের আনন্দ একেবারে মাটি হয়ে যেতে পারে। যাত্রী সাধারণ ও চালকদের যাত্রাপথে ‘আরও সতর্ক’ হওয়ার আহ্বান জানান কাদের।
অতিরিক্ত ভাড়া ও ট্রিপ না নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “অতিরিক্ত ট্রিপ নেওয়ার জন্য গাড়ি স্পিডে চালানো থেকে বিরত থাকুন। গাড়ি চালনায় আরও সতর্ক হোন। মালিকদেরকে আমি বলব, কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ শুনেছি। এটা থেকে বিরত থাকুন।”