
নিউজ ডেস্ক: ব্রিটিশ ইরানিয়ান দ্বৈত নাগরিক নাজনীন জাগারিয়া ৬ বছর ইরানের জেলে আটক থাকার পর মুক্তি পেয়ে ব্রিটেনে আসলে সোমবার সংবাদ সম্মেলন করেন। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে নাজনীনের লন্ডনের বাড়ি হ্যামস্টেড ও কিলবার্ন এলাকার স্থানীয় সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন। টিউলিপ সিদ্দিক শুরু থেকেই নাজনীনের মুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নাজনীন ও আরেকজনের মুক্তির জন্য ব্রিটিশ সরকার বকেয়া চারশ’ মিলিয়ন পাউন্ড ইরানকে পরিশোধ করে।ব্রিটেনের রয়েল সোসাইটি অব আর্টসের ফেলো টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ২০১৫ সালে সেদেশে প্রথমবার সাংসদ নির্বাচিত হন।
লন্ডনে জন্ম নেওয়া ক্যারিয়ার পলিটিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত হন।
ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির সন্তান টিউলিপ দুই শিশুসন্তানের জননী।
ব্রিটেনের সর্বশেষ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন ৪০ বছর বয়সী এই সাংসদ। ব্রিটেনের লেবার পার্টির নতুন প্রজন্মের রাজনীতিকদের মধ্যে টিউলিপ নানা ইস্যুতে গত একযুগে ব্রিটিশ রাজনীতিতে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়তে সক্ষম হয়েছেন।