
এম পি এনামকে শোকজ করেছে আওয়ামী লীগ
সম্প্রতি এমপি ডা. এনামুর রহমান এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি।’ এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর শুরু হয় তোলপাড় শুরু হওয়ার পর এম পি এনামকে শোকজ করলো আওয়ামী লীগ ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকার সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান এবং রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারণ দর্শানোর এ নোটিশ পাঠান।
সন্ত্রাসীদের ক্রসফায়ারে দেওয়া নিয়ে বিতর্কিত একটি বক্তব্যের কারণে সাংসদ ডা.এনামুরকে শোকজ করা হয়। আর জেলা কমিটিকে না জানিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ায় রাশেক রহমানকে শোকজ করা হয়েছে। ওই কমিটিগুলো ভেঙে দিয়ে রাশেক রহমান সেখানে বর্ধিত সভা ও কর্মীসভা করেছিলেন।
এ বিষয়ে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার দায়ে রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমানকে শোকজ করা হয়েছে। জবাব দিতে তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।’
S_BT