
এলেংগা উচচ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (১৮ মার্চ) শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কমল ভট্টাচার্য, অধ্যক্ষ আনোয়ারুল কবীর, জেলা পরিষদের সদস্য রুমা খান ও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিম।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।