
ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জাগ্রতবাংলা ২৪ ডটকম, ঢাকা: ঐতিহাসিক শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বুধবার শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিরুদ্ধে এটি প্রথম জয় ও টেস্টে বাংলাদেশের এটি নবম জয়। দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করলো টাইগাররা।
রোববার পি সারা ওভাল স্টেডিয়ামে ঐতিহাসিক শততম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ছিল ১৯১ রানের। তামিম ইকবালের অনবদ্য ৮২ রান জয়ের ক্ষেত্র সহজ করে দেয়। পরে মুশফিকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
জয়ের পরপরই টাইগারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানায়। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ৭ মার্চে শুরু হওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ ‘জয় বাংলা কাপ’ নামে পরিচয় পাচ্ছে।