
নিজস্ব প্রতিবেদক:
ওমান এবং সুইডেনের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মেহদি হাসানকে সুইডেনের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মেহদি চাকরি জীবনে হংকং, দিল্লি, মস্কো ও মানামাতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্যারিস থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মাস্টার্স করেছেন। তিনি ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী। তিনি দুই সন্তানের জনক।
এদিকে সুইডেনের বর্তমান রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামকে ওমানের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নাজমুল চাকরি জীবনে জেদ্দা, বেইজিং, জাকার্তা ও লন্ডনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং অন্যান্য বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি দুই সন্তানের জনক।