
কাজিপুরে যমুনায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে নিখোঁজ মীমের (৭) মৃতদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে যমুনা নদীর সিরাজগঞ্জ অঞ্চল ভাসমান অবস্থান স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিশু মীমের চাচা শফিকুল হক।
নাটুয়ারপাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার দুপুরে চরের নাটুয়ারপাড়া সোনালী ব্যাংক পাড়ার মুদি দোকানী আব্দুল মালেকের দুই শিশু কন্যা ও জীম (৫) নদীতে গোসল করতে নেমে যমুনার স্রোতে ভেসে যায়।
অনেক খোঁজাখুজির পর ওইদিন বিকেল চারটায় ছোটবোন জীমের মৃতদেহ স্থানীয় লোকজন উদ্ধার করলেও বড়বোন মিমের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ৩ দিন পর সোমবার দুপুরে সিরাজগঞ্জের নিকট যমুনা নদীর এলাকা থেকে মিমের মৃতদেহ উদ্ধা করে স্থানীয়রা।