
কামারখন্দে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : যুবলীগের কমিটি গঠন নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহত হয়েছে-ঝাঐল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুকুল হোসেন ও আওয়ামীলীগ নেতা আবু সাঈদ।
স্থানীয় যুবলীগ নেতাদের সুত্রে জানা যায়, গত সপ্তাহে ঝাঐল ইউনিয়ন যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে তৃণমূল যুবলীগ নেতাদের অনেককেই সদস্য পদ দেওয়া হয়নি।
এ নিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি মুকুল হোসেন সমর্থকদের সাথে ঝাঐল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রবিবার উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, যুবলীগের কমিটি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় নেতারা বিষয়টি সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।