
কালিহাতীতে অনার্স অ্যাসোসিয়েশনের যুগপূর্তি ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রাজাবাড়ী অনার্র্স অ্যাসোসিয়েশনের এক যুগপূর্তি উৎসব শুক্রবার সন্ধ্যায় এলেঙ্গা রিসোর্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে নবীন সদস্যদের বরণ ও বার্ষিক বৃত্তি পরীক্ষার পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি বলেন- আজকের বৃত্তিপ্রাপ্ত মেধাবী কোমলমতি ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তারাই অতিথির আসন অলংকৃত করবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল আলীম, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাস্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী নূুর-এ-আলম সিদ্দিকী, জনতা ব্যাংক টাঙ্গাইল কর্পোরেট শাখার এজিএম আইয়ুব আলী, বাকশিস কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, সাবেক সভাপতি নাজিম উদ্দিন জনি, অ্যাসোসিয়েশনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা জাকারিয়া লেলিন।
উল্লেখ্য ২০০৫ সালে রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার ৪৫ জন মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।