
কালিহাতীতে অষ্টমীর পুন্যস্নান অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে কালিহাতীতে পাপ মোচনের প্রত্যাশায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর পুন্যস্নান আজ মঙ্গলবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় কালিহাতী যথাযথ ধর্মীয় মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীরা দিনটি পালন করেন।
সরেজমিনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার লৌহজং নদীতে ও নারান্দিয়াতে শত বছরের পুরনো স্নানঘাটে গিয়ে দেখা যায় হাজারো পূণ্যার্থীদের ঢল। বিভিন্ন এলাকা থেকে আগতরা স্নান করে পাপমোচনের আশায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন।
সকালে নারান্দিয়াতে স্নান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এসময় নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, কালিহাতী উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র আর্য, হিন্দুদের পঞ্চবটী সংগঠন সেবাসংঘের সভাপতি চন্দন কুমার গুহরায়, সাধারণ সম্পাদক চন্ডীচরণ তালুকদার, দীপেশ চন্দ্র ভৌমিক বলাই মেম্বার, ইন্দ্রজিৎ মোদক, ধীরেন্দ্রনাথ ভৌমিক, দীলিপ কুমার মোদক ও পুরোহিত স্বপন চন্দ্র গোস্বামিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অষ্টমীস্নান উপলক্ষে এলাকায় বসেছে মেলা। মেলায় মাটির তৈরি হাড়ি-পাতিল, খেলনা, রকমারি খাবারের দোকান, কাঠের আসবাবপত্র দোকানসহ বিভিন্নপ্রকার দোকানের সমারোহ।