
কালিহাতীতে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৫
সাইফুল ইসলাম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ ৫ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সোনিয়া আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা- টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লভবাড়ীর আব্দুল লতিফের ছেলে খায়রুল ইসলাম (২০), একই উপজেলার খরুলিয়া বড়বাড়ীর মৃত ইয়াছিন আলী ছেলে আব্দুল ছাত্তার (৫৬), রাজাবাড়ী’র মৃত ইয়াছিন আলীর ছেলে মোজাফফর আলী (৭০), বল্লভবাড়ীর জহুরুল হকের মেয়ে নূসরাত (১৮) ও সাতুটিয়া’র কামালের মেয়ে শাপলা (২১)।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।