
কালিহাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রেহাই পেলো ২ ছাত্রী
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু নাসার উদ্দিন’র হস্তক্ষেপে বাল্য বিবাহ রেহায় পেল এসএসসি পাশ ও নবম শ্রেণির ছাত্রী। প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেয়া হয়েছে দুই কনের পিতার কাছ থেকে।
গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার দশকিয়া ও এলেঙ্গা পৌরসভার মহেশপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বুধ ও বৃহস্পতিবার দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
এলেঙ্গা মহেশপুর গ্রামের বেল্লালের কন্যা নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী বিথী আক্তার এবং দশকিয়া ইউনিয়নের কর্মকার পাড়ার ওমর কর্মকারের কন্যা মাধ্যমিক পাস করুয়া ছাত্রী পার্বতী কর্মকার।
উভয় ছাত্রীর লেখাপড়ার সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার। পার্বতী কর্মকার ছাত্রীকে এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজে ভর্তির ব্যবস্থাও করে দেন। দুই ছাত্রী প্রাপ্তবয়স হলে বিবাহের খরচের আশ্বাস দেন। দুই ছাত্রীর পিতা খুশি হয়ে তাদের মেয়েদের লেখাপড়া করাবে এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে ইউএনও আশ্বাস দেন।
নবম শ্রেণির ছাত্রীর সাথে ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের এক বাস ড্রাইভারের সাথে পারিবারিকভাবে বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য্য করা হয়। সেই মোতাবেক কনের বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। খবর পেয়ে বিয়ে ইউএনও আবু নাসার উদ্দিন বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন ।