
কালিহাতীতে ইয়াবসহ আটক ২
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে ১০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনার মৃত জাকির হোসেনের ছেলে রাসেল মিয়া (৩০) এবং কালিহাতী উপজেলার সিংগাইর মধ্যপড়ার মৃত আব্দুল হকের ছেলে মমিনুর (৩৫)।
কালিহাতী থানার এসআই ওয়ালিদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।