
কালিহাতীতে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সবুজ সরকার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে ৭৬ পিস ইয়াবা ও ৫ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার (৬ জুন) গভীর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা কালিহাতী উপজেলার আগচিনামুড়া গ্রামের সোনা মিয়ার ছেলে আলমগীর (২০) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বোরহান ওরফে রাজিব (৩০) ও ছাতিহাটি গ্রামের আবুবক্করের ছেলে বাদশা (২৫) এবং ছাতিহাটি গ্রামের আবুবক্করের ছেলে বাদশা (২৫)।
কালিহাতী থানার অফিসার ইনচাজ (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আগচিনামুড়া ও গোলড়া থেকে তাদেরকে আটক করা হয়। এব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।