
কালিহাতীতে এমপি সোহেল হাজারিকে সংবর্ধনা প্রদান
কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের নব-নির্বাচিত সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারিকে কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।