
কালিহাতীতে গাঁজাসহ আটক ১
সবুজ সরকার, কালিহাতী, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে ১’শ গ্রাম গাঁজাসহ আক্কাছ আলী (২৫) কে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। রবিবার রাতে তাকে খর্ষিলা নয়াপাড়া থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি খর্ষিলা নয়াপাড়া গ্রামের আছর আলী’র ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গতকাল রাতে গোপন সংবাদের আক্কাছ আলীকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।