
কালিহাতীতে গৃহবধূ গণধর্ষণের অভিযোগ
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে এক সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ধর্ষিতা গৃহবধূ।
জানা যায়, কালিহাতী উপজেলার ভুক্তা গ্রামের শফিক মিয়ার স্ত্রী (২১) গত ৫ এপ্রিল(বুধবার) পাশের গ্রাম নিগইর বাবার বাড়ি বেড়াতে যান। ওইদিন সন্ধ্যায় কিসমত আলীর বাড়িতে টেলিভিশন দেখে বাড়ী ফেরার পথে সুজন ও রাজীবর সাথে দেখা হলে তাদের সাথে কথা বলার সময় হঠাৎ করে অপর পূর্ব পরিচিত দক্ষিণ চামুরিয়া গ্রামের জলিল(৪৫), বিশা(৪২), আনোয়ার(৩০) এসে গালি-গালাজ শুরু করে এবং খারাপ কাজ করার অভিযোগ তোলে। তারা বিচারের কথা বলে পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে সুজন ও রাজীবের হাত-পা বেধে রেখে ওই গৃহবধূকে জলিল, বিশা ও আনোয়ার পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে সুজন ও রাজীবের চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। গত ৮ এপ্রিল (শনিবার) রাতে ধর্ষিতা গৃহবধূ কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুব শীঘ্রই আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।