
কালিহাতীতে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীর বড় ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বুধবার টিফিন বক্স বিতরণ করা হয়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্যে ও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্সগুলো দেওয়া হয়।
বড় ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এমএ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিফিন বক্সগুলো বিতরণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লামিয়া সাইফুল, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহাম্মেদ, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি মেম্বার মোশারফ হোসেন মুসা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসারের এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে মিড ডে মিল নিশ্চিত করার লক্ষে এবং ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে টিফিন বক্স বিতরণ করা হবে বলে জানান কালিহাতীর ইউএনও আবু নাসার উদ্দিন।