
কালিহাতীতে ছয় জুয়াড়ি গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামে বৃহস্পতিবার (২৫ মে) গভীর রাতে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা কালিহাতী উপজেলার কুরুয়া মধ্যপাড়ার আব্দুল গফুরের ছেলে আরমান হোসেন (৩৫), সোবহান মিয়ার ছেলে রিপন মিয়া(৩০), পিচুরিয়া গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে মোশারফ হোসেন (৪০), কুরুয়া দক্ষিণ পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন(৩০), মৃত হযরত আলীর ছেলে আব্দুস সালাম(৪৫) ও লুহুরিয়া গ্রামের মৃত মামুদ আলীর ছেলে জিয়া(৩৫)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের নামে শুক্রবার(২৬ মে) নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।