
কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭’র উদ্বোধন
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্ভোধন ঘোষনা করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এসময় ‘মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে একটি র্যালী বের হয়ে উপজেলার মূলসড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন’র সভাপতিত্বে ‘ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিজ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, উপজেলা মৎস্য কমকর্তা প্রমুখ।