
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার কামাক্ষা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন খুলনায় যাচ্ছিল। ট্রেনটি সকালে উপজেলার কামাক্ষা মোড়ে পৌঁছালে এক কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়।