
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার বঙ্গবন্ধু সেতু স্টেশন সংলগ্ন স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বেলটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুর (৩০)।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলস্টেশনের কর্মকর্তা রেজাউল করিম জানান, বৃহস্পতিবার মনমনসিংহ থেকে ছেড়ে আসা যমুনাগামী ফাইভ আপ বঙ্গবন্ধু সেতু স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী হাফিজুরের মৃত্যু হয়েছে।