
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন মুসা (৪০) নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মুসা কালিহাতী উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিউটি শেষে সহকারী অধ্যাপক মোশারফ হোসেন মুসা মোটরসাইকেলযোগে বোনের বাড়ী যাওয়ার পথে সল্লা রেলক্রসিং-এ ঢাকা থেকে লালমনিরহাটগামী সিল্ক সিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।