
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ব্যক্তি নিহত॥ আহত ১
কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা- সিরাজগঞ্জ জেলার রাণীগ্রামের আবু বকরের ছেলে শহীদুল ইসলাম (২৭) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কামারপাড়া বাজারের একরামুলের ছেলে কাদের (৩০)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরেকজন টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, সকালে উপজেলার চর ভাবলার ৩নং ব্রীজ সংলগ্ন এলাকায় সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ ট্রাকের চালক নিহত হন। আহত ব্যক্তিকে সুচিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।