
কালিহাতীতে দু:স্থ্য ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের চেক বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে দু:স্থ্য ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদের টিটিডিসি হলরুমে দু:স্থ্য ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাজে প্রতিজনকে পাঁচ হাজার টাকা হিসেবে ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। মাননীয় জাতীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর ঐচ্ছিক তহবিল থেকে চেকগুলো বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, আওয়ামী লীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টো প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে এমপি সোহেল হাজারী বলেন, “বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে ১৯টি ভাতা ব্যবস্থা চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দু:খী, দরিদ্র মানুষের শেষ ঠিকানা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।”